বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোচিং করতে গিয়ে ঈশ্বরদীর আকিবের আত্মহত্যা
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোচিং করতে গিয়ে সদ্য এইচএসসি পাশ ঈশ্বরদীর আকিব
রাজশাহীতে এক ছাত্রাবাসে আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাজশাহীর বোয়ালিয়া থানার দেবিশিং পাড়ার এসএস স্টুডেন্ট
প্যালেস ছাত্রবাসে।
জানা যায়, রাজশাহী নগরীর একটি ছাত্রবাসে ঘরের দরজা ভেঙ্গে আকিব (২০) কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১০টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধিন দেবিশিং পাড়ায় অবস্থিত এসএস স্টুডেন্ট প্যালেস ছাত্রাবাসের দোতলা সিংগেল রুমের দরজা ভেঙ্গে ওই ছাত্রের লাশ উদ্ধার করে বোয়ালিয়া থানা পুলিশ। নিহত আকিব জেলার ঈশ্বরদী থানার মিরকামারী গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে।
জানতে চাইলে বোয়ালিয়া থানার সেকেন্ড অফিসার এসআই শাহীন জানায়, শিক্ষার্থী আকিবের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারনা ২/৩ দিন আগে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি (ইউডি) অপমৃত্যুর মামলা হয়েছে।
- ময়না তদন্ত শেষে গতকাল শনিবার নিহতের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করার হয়ছে বলে জানান।
ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আকিবের মরদেহ
শনিবার রাতে ঈশ্বরদীতে এনে মিরকামারীতে দাফন করা হয়।
কোন মন্তব্য নেই