ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকার আর নেই
ইতিহাস টুয়েন্টিফোর রিপোর্টঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সরকার (৪০) ইন্তেকাল করেছেন। (ইন্না--রাজিউন)। তিনি ঈশ্বরদী শহরের নবাব আলীবদ্দীন সড়কের মরহুম আজিজ সরকারের ছেলে।
আজ মঙ্গলবার ভোর ৫টা ৫মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। রাজিব সরকার
ব্রেনস্ট্রোক ও হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ঢাকা বেসরকারি একটি হাসপাতালে
চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ভাই, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ সন্ধ্যা ৬টায় ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ
ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।
কোন মন্তব্য নেই