মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ঈশ্বরদীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আজ সোমবার (৮ জুলাই) ঈশ্বরদী জংসন ষ্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধারা।
মুক্তিযোদ্ধা ও স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন ও তিনঘন্টা ব্যাপী অবস্থান ধর্মঘট পালন করা হয়। সকাল সাড়ে ১০টা হতে দুপুর দেড়টা পর্যন্ত কর্মসূচি চলাকালে মহানন্দা এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস ও রূপসা এক্সপ্রেসের সামনে অবস্থান বিক্ষোভ করে মুক্তিযোদ্ধারা।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর গোলাম মোস্তফা চান্না মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নিহত সেলিমের পুত্র তানভাীর রহমান তন্ময়, মুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুল, ফজলুর রহমান ফান্টু, সিরাজ উদ্দিন বিশ্বাস, গোলাম মাহমুদ বুলবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক মালিথা, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ,মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পাকশীর আওয়ামী লীগ নেতা জহুরু লইসলাম মালিথা , পাকশী ইউনিয়ন যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমূখ।
সভায় বক্তরা বলেন, এই হত্যাকান্ডের পর পাঁচ মাস অতিবাহিত হলেওএখন পর্যন্ত প্রকৃত আসামীকে গ্রেফতার করা হচ্ছেনা। পুলিশ এপর্যন্ত কোন চার্জশীটও দাখিল করতে পারেনি। অবিলম্বে প্রকৃত আসামী গ্রেফতার ও দ্রুত বিচার আইনে মামলার কার্যক্রম শুরু নাহলে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি রুপপুরে মুক্তিযোদ্ধা সেলিম মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে প্রবেশের সময় আঁততায়িদের গুলিতে নিহত হন।
মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আজ সোমবার (৮ জুলাই) ঈশ্বরদী জংসন ষ্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধারা।
মুক্তিযোদ্ধা ও স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন ও তিনঘন্টা ব্যাপী অবস্থান ধর্মঘট পালন করা হয়। সকাল সাড়ে ১০টা হতে দুপুর দেড়টা পর্যন্ত কর্মসূচি চলাকালে মহানন্দা এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস ও রূপসা এক্সপ্রেসের সামনে অবস্থান বিক্ষোভ করে মুক্তিযোদ্ধারা।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর গোলাম মোস্তফা চান্না মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নিহত সেলিমের পুত্র তানভাীর রহমান তন্ময়, মুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুল, ফজলুর রহমান ফান্টু, সিরাজ উদ্দিন বিশ্বাস, গোলাম মাহমুদ বুলবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক মালিথা, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ,মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পাকশীর আওয়ামী লীগ নেতা জহুরু লইসলাম মালিথা , পাকশী ইউনিয়ন যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমূখ।
সভায় বক্তরা বলেন, এই হত্যাকান্ডের পর পাঁচ মাস অতিবাহিত হলেওএখন পর্যন্ত প্রকৃত আসামীকে গ্রেফতার করা হচ্ছেনা। পুলিশ এপর্যন্ত কোন চার্জশীটও দাখিল করতে পারেনি। অবিলম্বে প্রকৃত আসামী গ্রেফতার ও দ্রুত বিচার আইনে মামলার কার্যক্রম শুরু নাহলে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি রুপপুরে মুক্তিযোদ্ধা সেলিম মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে প্রবেশের সময় আঁততায়িদের গুলিতে নিহত হন।
কোন মন্তব্য নেই