ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণের মামলায় আপন ৩ ভাইয়ের ফাঁসির আদেশ

ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
ঘটনার ২৫ বছর পর ঈশ্বরদীর বহুল আলোচিত শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণের মামলার রায় আজ বুধবার সকালে আদালতে ঘোষণা করা হয়েছে। পাবনার স্পেশাল ট্রাইবুনালের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর ভারপ্রাপ্ত বিচারক রুস্তম আলী এ রায় ঘোষণা করেন। রায়ে ৫২ জন আসামীর মধ্যে ৯ জনের মৃত্যুদন্ড, ২৫ জনের যাবজ্জীবন এবং ১৩ জনকে ১০ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে ৫ জন ইতোমধ্যেই মৃত্যু বরণ করেছেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত ৯ জনের মধ্যে তিনজন আপন ভাই রয়েছেন। তারা হলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু , রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মাহবুবুর রহমান পলাশ ও ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন।
কোন মন্তব্য নেই