ঈশ্বরদীতে শামসুর রহমান শরীফ ডিলু এম.পির সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদক-
পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু এম.পির সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সন্ধা ৭ টায় ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মকলেছুর রহমান মিণ্টুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এম.পি।
এসময় গোলাম ফারুক প্রিন্স এম.পি বলেন, পাবনা জেলা আওয়ামী লীগ একটি সুসংগঠিত সংগঠন। দীর্ঘদিন ধরে শামসুর রহমান শরীফ এম.পি জেলা আওয়ামী লীগের দায়িত্ব সফলভাবে পালন করে আসছেন। তার সুস্থ কামনায় আপনারা সবাই দোয়া করবেন।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে আরও বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল,পাবনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শ্রী বিজয় ভুষন রায়, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহমেদ মান্না, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সাওয়াল বিশ্বাস,পাবনা জেলা মহিলা বিষয়ক সম্পাদক মেহজাবিন শিরিন পিয়া, পাবনা জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক কহিনুর ফেরদৌস কনা, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইছাহক আলী মালিথা। এছাড়াও উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান তানভির আহম্মেদ, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরিফ তমাল, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারন সম্পাদক সুমন দাস ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই