ঈশ্বরদীতে কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির ঈশ্বরদী শাখার বার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার পাকশী রেলওয়ে হাসেম আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাহবুব হক। সম্মেলনে অতিথি ছিলেন ঔষধ প্রশাসন পাবনা’র ঔষধ তত্বাবধায়ক কে এম মহসীনিন মাহবুব, ঈশ্বরদী প্রেসকাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, বিসিডিএস পাবনা’র সভাপতি আলহাজ্ব এফ এম হুমায়ন কবীর খোকন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শফিকুল ইসলাম শামীম ও ডাঃ রাজেন্দ্র মেহেতা।
বক্তব্য রাখেন, বিসিডিএস পাবনা’র সাধারণ সম্পাদক তারেক ইবনে আনসার, ঈশ্বরদীর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুজন ও সাংগাঠনিক সম্পাদক সোহাগ হোসেন সাচ্চু। সঞ্চালনা করেন সমিতির উপদেষ্ঠা শহীদুল হক শাহীন। সম্মেলনে ঈশ্বরদীর পাঁচ শতাধিক ঔষধ ব্যবসায়ী অংশ গ্রহন করেন। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
কোন মন্তব্য নেই