ঈশ্বরদীতে এনজিও কর্মী শাহাদতের ৪ দিনেও খোঁজ মেলেনি

ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদক-
বেসরকারী উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের মাঠ কর্মী শাহাদত হোসেন (৪৫) এর চার দিনেও খোঁজ মেলেনি। গত রবিবার (২ ফেব্রুয়ারি) নিউ এরা ফাউন্ডেশনের ঈশ্বরদীর ঢুলটি শাখা থেকে কিস্তি তোলার জন্য বের হয়ে তিনি আর ফিরে আসেননি। শাহাদত লালপুর উপজেলার শ্রীরামগাড়ি গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।
বেসরকারী উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের মাঠ কর্মী শাহাদত হোসেন (৪৫) এর চার দিনেও খোঁজ মেলেনি। গত রবিবার (২ ফেব্রুয়ারি) নিউ এরা ফাউন্ডেশনের ঈশ্বরদীর ঢুলটি শাখা থেকে কিস্তি তোলার জন্য বের হয়ে তিনি আর ফিরে আসেননি। শাহাদত লালপুর উপজেলার শ্রীরামগাড়ি গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।
এঘটনায় নিউ এরা ফাউন্ডেশন ও শাহাদতের পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় পৃথক পৃথক
দুইটি জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে।
নিউ এরা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত রবিবার শাহাদত
সকালে কিস্তি উত্তোলনের জন্য ঢুলটি শাখা অফিস থেকে বের হয়। সে ১ লাখ ৬২ হাজার ৪৯৫ টাকা
কিস্তি উত্তোলন করে । কিন্তু রবিবার সে আর অফিসে আসেনি। এব্যাপারে এরিয়া ম্যানেজার গোলাম মওলা ঈশ্বরদী থানায় সাধারণ
ডায়েরী করেছে। পরে দাশুড়িয়ার একটি মটর সাইকেল ওয়ার্কশপ থেকে শাহাদতের মটর সাইকেল উদ্ধার করা হয়। শাহাদত নিজেই ওই ওয়ার্কশপে
মটর সাইকেল রেখেছিল।
এদিকে, শাহাদতের কোন খোঁজ না পেয়ে তাঁর ভাই শুকুর আলী ঈশ্বরদী থানায়
একটি সাধারণ ডায়েরি করেন। শাহাদতের মা মরিয়ম বেগম বলেন,
৪ দিন ধরে নিখোঁজ
শাহাদতের কোন খোঁজ পাচ্ছি না। আমার ছেলে বেঁচে আছে না মরে গেছে জানি না। কেউ আমার ছেলের সন্ধান দিতে
পারছে না।
নিউ এরা ফাউন্ডেশনের সমন্বয়ক মোস্তাক আহমেদ কিরণ বলেন,
শাহাদতের নিখোঁজের
বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। শাহাদতের কাছে নগদ ১ লাখ ৬২
হাজার ৪৯৫ টাকা ছিল। এছাড়াও তাঁর অফিসিয়ালের লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাঁর সন্ধানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
কোন মন্তব্য নেই