বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈশ্বরদীতে সপ্তাহব্যাপী বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিকটবর্তী অঞ্চলে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী বিজ্ঞান অলিম্পিয়াড ‘প্রেসাইজ এনার্জি’-এর সমাপনী অনুষ্ঠান শুক্রবার (২৮ফেব্রুয়ারি) ঈশ্বরদী শহরের প্যাভিলন রেস্তোরায়
আয়োজন করা হয়। বাংলাদেশে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তোলার লক্ষ্য নিয়ে অলিম্পিয়াডের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গনিত,
পদার্থবিদ্যা ও রসায়ন বিভাগের প্রতিটি থেকে শীর্ষ ১০ জন করে মোট ৩০ জন কৃতি প্রতিযোগীর নাম ঘোষনা করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সহযোগিতায় অলিম্পিয়াডের আয়োজন করে রুশ সংস্থা এনার্জি অফ দ্যা ফিউচার। পৃষ্ঠপোষকতায় ছিলো রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রসাটম,
রসাটমের প্রকৌশল বিভাগ - এটমস্ত্রয়এক্সপোট (এএসই) এবং রাশিয়ার জাতীয় পরমাণু গবেষণা বিশ্ববিদ্যালয় - মেফি।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়,
রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬০০ শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশগ্রহনের জন্য রেজিস্ট্রেশন করেন। প্রাথমিক পর্বে নির্বাচিত ১৫০ জন শিক্ষার্থী তাদের নিজের পছন্দ অনুযায়ী চুড়ান্ত পর্বে পদার্থবিদ্যা,
রসায়ন এবং গনিত বিষয়ে আলাদাভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম,
এটমস্ত্রয়এক্সপোর্ট (এএসই) কম্যুনিকেশন্স বিভাগের প্রধান নিনা দেমেন্তসোভা,
রুশ প্রতিষ্ঠান এনাজি অফ দ্যা ফিউচারের উপ-মহাপরিচালক আলেক্সান্ডার বেইবেকভ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর,
ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল এবং ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ছাড়াও রাশিয়া থেকে আগত একটি প্রতিনিধি দল,
স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সংবাদমাধ্যম প্রতিনিধিবৃন্দরাও উপস্থিত ছিলেন।
চুড়ান্ত পর্বে অংশগ্রহনকারী প্রতিযোগীদের সনদপত্র,
প্রতি বিভাগের শীর্ষ ৫ জনকে ক্রেস্ট এবং শীর্ষ ৩ জনকে বিশেষ গিফট হ্যাম্পার প্রদান করা হয়। এছাড়াও পরমাণু শক্তি বিজ্ঞানে জ্ঞানের ভিত্তিতে শীর্ষ ৩ জনকেও বিশেষ পুরষ্কার প্রদান করা হয়। প্রতি বিভাগ থেকে চ্যাম্পিয়নের নাম পরবর্তীতে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘বঙ্গবন্ধু নিউকিয়ার অলিম্পিয়াড’-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ঘোষণা করা হবে এবং প্রত্যেকে বিশেষ আকর্ষনীয় পুরষ্কার লাভ করবেন।
প্রতিযোগিতার প্রাথমিক পর্বে শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষকবৃন্দ। চূড়ান্ত পর্বে মূল্যায়নে অংশগ্রহণ করেন রাশিয়ার মেফি থেকে আগত ৪ জন শিক্ষক- আলেক্সি বোগদানভ,
সহযোগী অধ্যাপক,
পদার্থবিদ্যা;
মেফি অবনিন্সক শাখার পদার্থবিদ্যা ও প্রকৌশল বিভাগের উপ-প্রধান আলেক্সান্ডার নাখাবভ;
অধ্যাপক এবং ডক্টর অফ বায়োলজি এলেনা সারা পুলতসেভা;
পদার্থবিদ্যার সিনিয়র প্রভাষক সের্গেই টিউফলিন।
কোন মন্তব্য নেই