ঈশ্বরদীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
ঈশ্বরদী মুলাডুলি ইউনিয়নের বেদুনদিয়া (ঢুলটি) গ্রামে সাবিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ৭টায় নিজ বাড়ির শয়নকক্ষে গৃহবধূর ঝুলন্ত লাশ দেখে বাড়ির লোকজন থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
সাবিনার বাবা ঈশ্বরদীর মশুরিয়া পাড়ার জাজিস হোসেন বলেন, আমার মেয়েকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলে তা পা মাটিতে থাকতো না। এটি পরিকল্পিত হত্যাকান্ড । আমি হত্যা মামলা দায়ের করবো। ঘটনার পর থেকে সাবিনার স্বামী জামিরুল ইসলাম আত্মগোপনে রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন ঈশ্বরদী সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী।
ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, সাবিনার মৃত্যু নিয়ে দু’পক্ষই ভিন্ন কথা বলছেন। যা রহস্যরসৃষ্টি করেছে।
মৃত্যুর কারণ সম্পকে নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মরে্
পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই