ঈশ্বরদীতে উচ্চফলনশীল কেটিএক্স জাতের মুলা ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে উচ্চফলনশীল কেটিএক্স ৭২৬ জাতের মুলা ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
গত শনিবার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর নতুন হাট মোড়ে অনুষ্ঠিত কেটিএক্স ৭২৬ জাতের মুলা ফসলের মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোস্তফা হাসান ঈমাম।
স্থানীয় কৃষক আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের নাটোর শাখার এএমএমডি সাখাওয়াত হোসেন ও এএমএস আরিফুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক আশরাফ আলী সরদার ও আরিফ হোসেন সরদার প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের পাবনা ও নাটোর শাখার এমডিই শফিকুল ইসলাম।
মাঠ দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, কেটিএক্স ৭২৬ জাতের মুলা উচ্চফলনশীল। এ জাতের মুলা সারাবছর চাষ করা যায়। এই মুলার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশী। কেটিএক্স মুলা ফর্সা, লম্বা হয় এবং খেতেও সুস্বাদু।
কোন মন্তব্য নেই