ঈশ্বরদীতে হর-মুন্ড মালিনী উৎসব উপলক্ষে নগ্ন পদযাত্রা
ঈশ্বরদী পৌর
শ্মশানের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে ২১ ও ২২ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী চলছে হর-মুন্ড
মালিনী উৎসব। ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে চার প্রহর ব্যাপী বাবা
ভোলানাথে পুজার মধ্যদিয়ে শুরু হয় এই উৎসব।
আজ ২২ ফেব্রুয়ারি (শনিবার) হর-মুন্ড মালিনী উৎসবে অংশ নিতে মৌবাড়ি দূর্গা
মন্দির হতে জল নিয়ে নগ্ন পদযাত্রা করে বাবা ভোলানাথের ভক্তরা। সকাল সাড়ে ১০টায় পদযাত্রা মৌবাড়ি থেকে শুরু হয়ে রেলগেট, বাজার হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শ্মশানে এসে শেষ হয়। পরে শ্মশানে ভক্তরা বাবা ভোলানাথের মাথায় বেলপাতা সহকারে জল ঢালেন। আজ রাতে অমাবস্যা তিথিতে মুন্ড মালিনী শ্মশান কালী মায়ের পূজা অনুষ্ঠিত হবে।
পদযাত্রা অংশ নেন
ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, অধ্যাপক উদয় নাথ লাহেড়ি, ঈশ্বরদী পৌর শ্মশান পরিচালনা কমিটির সভাপতি ডাঃ জহর লাল
বাগচী, সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী, ঈশ্বরদী পৌর শ্মশান পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস, কোষাধ্যক্ষ মাধব চন্দ্র পালসহ শ্মশান পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।
ঈশ্বরদী পৌর শ্মশান পরিচালনা
কমিটি সূত্রে জানা যায়, হর-মুন্ড মালিনী উৎসব ঈশ্বরদীর হিন্দু সম্প্রদায়ের
কাছে অত্যন্ত উৎসবমুখর একটি ধর্মীয় অনুষ্ঠান। যথাযথ
মর্যাদায় এবং নিয়ম-নিষ্ঠার সাথে এই উৎসব উদযাপন করা হচ্ছে। আগত
ভক্তবৃন্দ সুষ্ঠ ভাবে পূজা করছেন।
এছাড়াও
ঈশ্বরদী পৌর শ্মশানের উন্নয়ন করতে বিশাল কর্মযজ্ঞ হাতে নেয়া হয়েছে। ধাপে
ধাপে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে। এর মধ্যে
অন্যতম শবদাহের স্থানের সংস্কার, পুকুর ঘাটের বাঁধাই, পুকুর
পাড় নির্মাণ ইত্যাদি।
কোন মন্তব্য নেই