ঈশ্বরদীতে জাতীয় ভোটার দিবস পালিত

ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের
ন্যায় ঈশ্বরদীতে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এই উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য
র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ
মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োাজন করা
হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
পরিষদের চেয়াারম্যান ও মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও সহকারী কমিশনার
(ভূমি) মমতাজ মহল।
স্বাগত বক্তব্য দেন, নির্বাচন কর্মকর্তা জিন্নাত
আরা জলি । অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্য
হামিদুর রহমান, প্রেসকাবের সভাপতি স্বপন কুমার
কুন্ডু, উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা
আব্দুল লতিফ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপার ভাইজার
আরিফুল ইসলাম।
কোন মন্তব্য নেই