ঈশ্বরদী প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

করোনা ভাইরাস বিষয়ে স্থানীয় জনগোষ্ঠিকে সচেতন করার লক্ষ্যে ঈশ্বরদী প্রেসক্লাবের পক্ষ হতে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৫ মার্চ) ঈশ্বরদী শহরের স্টেশন রোড ও বাজারের প্রধান ফটকের সামনে নিম্নআয়ের জনগোষ্ঠি, রিক্সাচালক, ভ্যানচালক ও দিনমজুরদের মধ্যে এই মাস্ক ও লিফলেট বিতরণ করা
হয়।
সাংবাদিকরা করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ অনুযায়ী দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা, অতি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না আসা, ঘন ঘন হাত ধোয়া, বাইরে চলাচলে মাস্ক ব্যবহার, পরিস্কার-পরিচ্ছন্ন থাকা এবং সর্বোপরি সরকারের সকল নির্দেশনা মেনে চলার জন্য মানুষের প্রতি আহব্বান
জানান।
এসময় প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সহ-সভাপতি কে এম
আবুল বাসার, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহ-সাধারণ
সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস,
সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শেখ মহসীন, সমাজ কল্যাণ সম্পাদক আহসান হাবিব, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক আতাউর রহমান বাবলু, সাংবাদিক রিয়াদ ইসলাম, আসাদুজ্জামান আসিফসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই