ঈশ্বরদীতে শুক্রবার (৬ মার্চ) যেসব স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে !
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদক- ঈশ্বরদীতে শুক্রবার (৬ মার্চ) সকাল ৭:০০ হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত দশ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিঃ (নেসকো)'র নির্বাহী প্রকৌশলীর বিক্রয় ও বিতরণ বিভাগের এক জরুরী বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) এর আওতায় রাজশাহী-ঈশ্বরদী ২৩০ কেভি সঞ্চালন লাইনের নির্মান ও টাওয়ার ইরেকশন কাজের জন্য আগামী ০৬/০৩/২০২০ ইং তারিখ রোজ শুক্রবার সকাল ৭:০০ হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত অত্র দপ্তরের আওতাধীন পাতিলাখালী ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকাসমূহে অর্থাৎ শেরশাহ রোড, মাহাতাব কলোনী, কলেজ রোড, অরনখোলা, হাসপাতাল রোড, ঈশ্বরদী বাজার, স্টেশন রোড, কৃষি ও ইক্ষু গবেষনা, ফতেমোহাম্মদপুর, শ্রীরামগাড়ি, মাঝগ্রাম, নারিচা, আড়কান্দি, ভুতের গাড়ি, পাতিলাখালী, মসুরিয়া পাড়া, রেলগেট পশ্চিম পার্শ্ব, উপজেলা পরিষদ, পিয়ারাখালী, বাবুপাড়া, রহিমপুর, শৈলপাড়া, স্কুলপাড়া, গোকুলনগর, বিমানবন্দর এলাকা, মিলিটারি ফার্ম, ভাদুর বটতলা, মাঝদিয়া, চানমারী মোড়, সাড়া ঘাট, পিয়ারপুর ইত্যাদি এবং জয়নগর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি সাঁড়াগোপালপুর ফিডারের আওতাধীন উত্তর বাঘইল, বাঘইল, সাঁড়াগোপালপুর, ইপিজেড মোড় এলাকা, পাকশী বাজার, পেপার মিল, যুক্তিতলা, তালতলা, সিভিল হাট, সাড়া ঘাট, সাড়াগোপালপুর, ইরকন গেট ইত্যাদি এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কোন মন্তব্য নেই