ঈশ্বরদী মাতৃছায়া কিন্ডারগার্টেনে কেক কেটে বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদযাপন

ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী শহরের মধ্য
অরণকোলা(আলহাজ্ব ক্যাম্প-ইস্তা সড়কে) অবস্থিত মাতৃছায়া কিন্ডারগার্টেনে জাতীয় পতাকা উত্তোলন ও কেক কাটার আয়োজন করা
হয়।


আজ ১৭ মার্চ (মঙ্গলবার) সকাল
৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও কেক কাটার আয়োজনে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি
সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, পাবনা জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, ঈশ্বরদী প্রেসক্লাবে সহ-সভাপতি
কে এম আবুল বাসার, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সদস্য
জুলহাস উদ্দিন, প্রেসক্লাবে সাহিত্য ও সাংস্কৃতিক
সম্পাদক আতাউর রহমান বাবলু,
সাবেক সাহিত্য ও
সাংস্কৃতিক সম্পাদক ওহিদুজ্জামান টিপু, রেডসান স্পোর্টিং কাবের সভাপতি রেজাউল ইসলাম রাজু, সময়ের ইতিহাসের নির্বাহী সম্পাদক
মাহফুজুর রহমান শিপন,
অনলাইন নিউজ পোর্টাল
ইতিহাস টুয়েন্টিফোরের ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব চৌধুরী, সাংস্কৃতিক কর্মী আব্দুল খালেদ, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি
ফয়সাল হাসান তারেক প্রমূখ।
মাতৃছায়া কিন্ডারগার্টেনের
পরিচালক ও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শেখ মহসীনের সভাপতিত্বে কেক কাটার আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষিকা সুলতানা পারভীন হিরা,নাজমুনন্নাহার পাতা, জান্নাত আরা দিতি, আঁখি খাতুন, দিপা খাতুন, ললিতা চৌধুরী, বৃষ্টি খাতুনসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাতৃছায়া কিন্ডারগার্টেনের শিক্ষক
খালেদ মাহমুদ সুজন।
অনুষ্ঠান শেষে করোনা ভাইরাস আতংকের কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মার্চ পর্যন্ত বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।
কোন মন্তব্য নেই