’করোনা মোকাবিলায় প্রয়োজনে শাট ডাউন’
করোনা ভাইরাস মোকাবিলায়
প্রয়োজনে কিছু কিছু জায়গা শাট ডাউন করে দেয়া হবে বলে জানিয়েছে সেতুমন্ত্রী ও
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, কারণ
সব কিছুর আগে দেশের মানুষকে বাঁচাতে হবে। আপনাদের বলে রাখি, মানুষকে
বাঁচাতে যা যা করা লাগবে, সরকার তাই করবে।
বুধবার (১৮ মার্চ) করোনা
নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
কাদের বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনে বাস চলাচলও
বন্ধ করে দেয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের
জবাবে তিনি বলেন, করোনা মোকাবিলায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, কোনো জনসমাগম করা যাবে না। এ কারণে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান
সংক্ষিপ্ত করেছি।
এছাড়াও করোনা ভাইরাস যেন
সামনের দিকে আরও ভয়াবহ রূপ নিতে না পারে, সে
জন্য সবাইকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান সেতুমন্ত্রী।
কোন মন্তব্য নেই