ঈশ্বরদীতে করোনা প্রতিরোধ কমিটি গঠন করে খাবার, হ্যান্ডওয়াশ ও মাস্ক বিতরণ
ঈশ্বরদীতে
ব্যক্তি উদ্যোগে করোনা প্রতিরোধ কমিটি গঠন করে হাফেজিয়া মাদ্রাসা,এতিমখানা,
প্রতিবন্ধী ও অসহায়
মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী
ও সমাজ সেবক ও যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন
বিশ্বাস।
করোনার ভয়াবহতা
থেকে ঈশ্বরদীর মানুষকে সচেতন করার পাশাপাশি এই করোনা প্রতিরোধ কমিটি মাদ্রাসা,এতিমখানা,
প্রতিবন্ধীদের সংগঠন, অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শুকনো
খাবার,সাবান,হ্যান্ডওয়াশ ও মাস্ক বিতরণ করছে।
গতকাল আজ
বৃহস্পতিবার ঈশ্বরদী শহরের অরণকোলা মাদ্রাসা, আমবাগান সিদ্দিকীয়া মাদ্রাসা, চররূপপুর
মাদ্রাসা ও এতিমখানা, জিগাতলা প্রতিবন্ধী সংস্থার সদস্যদের
মাঝে শুকনো খাবার,সাবান,হ্যান্ডওয়াশ ও মাস্ক বিতরণ করেন ঈশ্বরদী করোনা প্রতিরোধ কমিটি।


এর আগে গতকাল
বুধবার বিকালে কলেজ রোডের আকবরের মোড়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান
বিশ্বাসের সভাপতিত্বে ‘ মহামারী করোনা প্রতিরোধে আমাদের
করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সর্বসম্মতিক্রমে আতিয়া ফেরদৌস
কাকলীকে আহবায়ক ও তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট
কমিটি গঠন করা হয়।
ঈশ্বরদী করোনা
প্রতিরোধ কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী বলেন, ঈশ্বরদীর সাধারণ মানুষের মাঝে সচেতনতা
বৃদ্ধি ও অসহায়, দুঃস্থ মানুষদের খাদ্যসামগ্রী এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য সাবান,হ্যান্ডওয়াশ
ও মাস্ক বিতরণ করছেন করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা।
যুগ্ম আহবায়ক
দোলন বিশ্বাস বলেন, আমরা স্বেচ্ছা শ্রমের মাধ্যমে সাধারণ
মানুষদের সেবা দিয়ে যাচ্ছি। পাশাপাশি তাদের সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন সামগ্রী প্রদান করছি।
কোন মন্তব্য নেই