ঈশ্বরদীর মুলাডুলিতে ৭ ব্যবসায়ীকে জরিমানা
ঈশ্বরদীর মুলাডুলি বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে
বেশি মূল্য পণ্য বিক্রি ও মূল্যতালিকা না টাঙানোর অভিযোগে ৭ ব্যবসায়ীকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে।
শনিবার (২১ মার্চ) দুপুরে
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল ভ্রাম্যমাণ এই
আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে
জানা যায়,এক শ্রেণির অসাধু ব্যবসায়ী হঠাৎ করে চালসহ
বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি করায় এ অভিযান চালানো হয়। এসময় মুলাডুলি এলাকার মের্সাস হায়দার অ্যান্ড ব্রাদার্সের চাল ব্যবসায়ী হায়দার
ইসলামকে দ্রব্যমূল্য বেশি রাখা ও মূল্যতালিকা না টাঙানোর দায়ে ১ লাখ টাকা জরিমানা
করা হয়। এছাড়াও আরো ছয়জন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা
জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে।
কোন মন্তব্য নেই