শুক্রবার । ১০ এপ্রিল, ২০২০
ফ্রান্সে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ফ্রেঞ্চ চকোলেট প্রস্তুতকারক জাঁ-ফ্রাঙ্কোইস প্রাইস ল্যান্ডাভিসিয়ায় ইস্টার উদযাপনের আগে তাঁর পেস্ট্রি শপে ইস্টার ডিমগুলি করোনাভাইরাস আকৃতির করে প্রদর্শন করেন। ছবি- রয়টার্স।
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের মোজোকের্তোতে করোনারভাইরাসের এই মহামারিতে ফেস মাস্ক ব্যবহারের প্রচার করার জন্য একজন পুলিশ অফিসার করোন ভাইরাসকে চিহ্নিত করে একটি হেলমেট পরিধান করেছেন। ছবি- রয়টার্স।
কোন মন্তব্য নেই