ডিলু এমপিকে গার্ড অব অনার প্রদান, জানাযা অনুষ্ঠিত

ঈশ্বরদী পৌর এলাকার আলীবর্দী সড়কের নিজ বাসভবনের সামনে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে
৪টায় গার্ড অব অনার প্রদান শেষে সেখানেই তাঁর জানাযা অনুষ্ঠিত হয়।
৪টায় গার্ড অব অনার প্রদান শেষে সেখানেই তাঁর জানাযা অনুষ্ঠিত হয়।
![]() |
লক্ষ্মীকুন্ডা নিজ গ্রামে বাড়ির সামনে জানাযা |
এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির সহ আওয়ামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পরে তাঁর মরদেহ তাঁর পৈতৃক নিবাস লক্ষীকুন্ডাগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকাল ৫টা
৪৫ মিনিট, ৬টা ১৫ মিনিট ও সন্ধ্যা ৭টায় পরপর তিনবার জানাযা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীকুন্ডায় জানাযায় অংশ নেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান শরীফসহ স্থানীয় এলাকাবাসী।
জানাযা শেষে পারিবারিক করবস্থানে
তাঁকে মা-বাবার কবরের পাশে দাফন করা হয়।
কোন মন্তব্য নেই