বসুন্ধরা কনভেনশন সেন্টার গ্রিড হাসপাতালে তিন চিকিৎসক পদায়ন
বসুন্ধরা কনভেনশন সেন্টার গ্রিড হাসপাতালে তিন চিকিৎসককে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে হাসপাতালের পরিচালকের চলতি দায়িত্বে হিসেবে নিয়োগ দেয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (মেডিকেল এডুকেশন) ডা. মো. এহসানুল হককে।
এছাড়াও সহকারী পরিচালক হিসেবে আরো দুজন চিকিৎসককে পদায়ন করা হয়েছে। তারা হলেন ডা. মোহাম্মদ আখতারুজ্জামান ও ড. আবুল বাসার।
এসব কর্মকর্তাকে আগামী তিন কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় চতুর্থ কর্মদিবস থেকে তাৎক্ষণিক অব্যাহতি (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
কোন মন্তব্য নেই