ঈশ্বরদীতে হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টি, লিচু চাষিদের ব্যাপক ক্ষতি
ঈশ্বরদী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে বাড়ি-ঘর,
গাছপালা ভেঙ্গে গেছে। লিচু ও আমসহ বিভিন্ন ফল-ফসলের ব্যাপক
ক্ষয়-ক্ষতি হয়েছে।
আজ শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা
পর্যন্ত হঠাৎ শুরু হওয়া কালবৈশাখীর তাণ্ডবে এসব ক্ষয়-ক্ষতি হয়।
সরেজমিনে দেখা যায়,
ঈশ্বরদী উপজেলার বিভিন্ন গ্রামের উপর দিয়ে
ঘণ্টাব্যাপী বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড ভণ্ড হয়ে গেছে লিচু ও আমের বাগান। একই সঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে
উঠতি অন্যান্য ফসলের। শিলা বৃষ্টি ও ঝড়ের আঘাতে লিচু ও আম গাছে ডালপালা ভেঙ্গে গেছে।ঝরে পড়েছে আম ও লিচুর গুটি।
ক্ষতিগ্রস্ত লিচু চাষিদের দাবি, কালবৈশাখীর তাণ্ডবে ঈশ্বরদীতে
লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন রাত হয়ে যাওয়ায় বড় বড় বাগানে গিয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ বাগানে
দেখা না গেলেও বাড়ির আশপাশের গাছগাছালির ডালপালা ভাঙা ও গাছ উপড়ে পড়া দেখে বুঝা যা্চ্ছে
ব্যাপক ক্ষতি হয়েছে।
ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের লিচু চাষি রমজান আলী মজুমদার বলেন, হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমাদের গ্রামের যে সকল লিচুর বাগান রয়েছে
সকলের কমবেশি লিচুর গুটি ঝড়ে গেছে। আবার ঝড়ের সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টির
কারণে অন্যান্য ফসলেরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বৃষ্টি পড়ছে। রাতও হয়ে গেছে। তাই লিচু চাষিরা তাদের বাগানে যেতে পারছে না। আগামীকাল সকালে ক্ষতির পরিমাণ বুঝা যাবে।
কোন মন্তব্য নেই