ডিলু এমপির মৃত্যুতে স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটনের শোক প্রকাশ

পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক ভূমিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুর রহমান শরীফ এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কাযর্নির্বাহী সংসদের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন। তিনি মরহুম শামসুর রহমান শরীফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) এক শোক বার্তায়
রফিকুল ইসলাম লিটন বলেন, প্রবীণ রাজনীতিবিদ, বর্ষীয়ান জননেতা ‘বীরমুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ১৯৭১ সালে আমাদের জাতীয়
মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তিনি বলিষ্ঠ
ভূমিকা রেখেছিলেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা,দূরদর্শিতা ও নেতৃত্বের গুনাবলী আমাদের কাছে অনুকরণীয় ও
স্মরণীয় হয়ে থাকবে।
তার মৃত্যুতে ঈশ্বরদী-আটঘরিয়া ও পাবনা জেলাবাসী একজন
বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবককে হারাল।
উল্লেখ্য, আজ ভোর ৫টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। শামসুর রহমান শরীফ ২০১৪-১৯ মেয়াদে ভূমিমন্ত্রী হিসেবে পালন করেন। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরপর পাঁচবার সংসদ সদস্য হিসেবে
নির্বাচিত হন।
কোন মন্তব্য নেই