বৃহস্পতিবার থেকে ঈশ্বরদীতে ঔষধের দোকান ব্যতীত সকল দোকান বিকাল ৫টার পর বন্ধ

করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে ঈশ্বরদীতে ঔষধের দোকান ও চিকিৎসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যতীত সকল দোকান (খাবার, মুদিখানা, কাঁচাবাজার, সার ও কীটনাশক ইত্যাদি) সহ সকল প্রতিষ্ঠান বিকাল পাঁচটায় পর বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার রাত ১১ টায় ঈশ্বরদী উপজেলা প্রশাসন অনলাইনে এই তথ্য নিশ্চিত করেছেন। জনসাধারণের জ্ঞাতার্থে উপজেলা প্রশাসন জানায়, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন বিকেল ০৫ টা পর্যন্ত শুধু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের (খাবার, মুদিখানা, কাঁচাবাজার, ঔষধ, সার ও কীটনাশক) দোকান খোলা থাকবে। ঔষধের দোকান ও চিকিৎসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যতীত অনান্য সকল দোকান ও প্রতিষ্ঠান বিকাল ৫টার পর বন্ধ থাকবে।
এছাড়া বিশেষভাবে জানানো হয়, সরকারী আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিনাকারণে বাইরে থাকলেও ব্যবস্থা নেয়া হবে। করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারী এইসকল নির্দেশ মান্য করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই