ঈশ্বরদীতে পারিবারিক কলহে গৃহকর্তীকে পিটিয়ে হত্যা,পুত্রবধূ আটক

ঈশ্বরদীতে পারিবারিক
কলহের জের ধরে স্বামী, ছেলে ও ছেলের বউয়ের এলোপাতাড়ি
মারধরে আনজেরা খাতুন (৪৫)) নামে এক গৃহকর্তীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১১
এপ্রিল) বেলা ৩ টায় ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের লক্ষীকোলা গ্রামে এঘটনা ঘটে। আনজেরা খাতুন লক্ষ্মীকোলা
গ্রামের আজিবার প্রামানিকের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে
জানা যায়, নিহত আনজেরা খাতুনের স্বামী আজিবার প্রামাণিক (৫০) ছেলে রানা (২৭) ও
রানার স্ত্রী ছাদিয়া (২৩) জোরপূর্বক আনজেরার
নিজ নামের জমি বিক্রয় করার জন্য বেশ কিছু ধরে তাকে চাপ দিতে থাকে। কিন্তু
আনজেরা রাজী না হওয়ায় গত কয়েকদিন থেকে উভয়ের মধ্যে বাকবিতন্ডা ও মনোমালিন্য
চলছিল।
এর জের ধরেই আজ রডও
বাঁশ দিয়ে আনজেরাকে তার স্বামী, ছেলে ও ছেলের বউ বেদম মারধর
করে। একপর্যায়ে ঘটনাস্থলেই আনজেরা
মারা যায়। ঘটনার পর স্বামী ও
ছেলে পালিয়ে গেলেও এলাকাবাসী ছাদিয়াকে আটকে রেখে ঈশ্বরদী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাদিয়াকে গ্রেফতার করে ।
ঈশ্বরদী সার্কেলের
অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।
অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী জানান, লাশ ময়না তদন্তের জন্য রবিবার পাবনা পাঠানো হবে। নিহতের বোন আলেয়া বেগম ৫ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পলাতক আসামীদের গ্রেফতারের জন্য প্রচেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
কোন মন্তব্য নেই