পাবনায় স্কয়ারের অসহায়দের মধ্যে ত্রান বিতরণ

করোনা সংক্রমন রোধে পাবনার ঘরবন্দি কর্মহীন আর্ত পীড়িত শ্রমজীবি মানুষের সেবায় এগিয়ে এসেছে স্কয়ার গ্রুপ। জনপ্রতিনিধি, রাজেনৈতিক ও সামিাজিক সংগঠনের মাধ্যমে জেলার একটি বিশাল জনগোষ্ঠির খাদ্যে সংস্থান করছে দেশের অন্যতম শীর্ষ এ শিল্প প্রতিষ্ঠানটি।
এরই মধ্যে স্কয়ার জেলা যুবলীগ, সুজানগর এবং আটঘরিয়া উপজেলা পরিষদসহ বিভিন্ন সংগঠন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে এবং নিজস্ব তত্বাবধায়নে পৌর এলাকাসহ জেলার তৃনমুলেও প্রায় ২০ হাজার মানুষের খাদ্যের সংস্থান করেছে। স্কয়ারের সহযোগিতায় জেলা যুবলীগ আরো ১৫ হাজার এবং পাবনা পৌরসভা আরো ছয় হাজার মানুষের খাদ্যের সংস্থান করতে যাচ্ছে।
স্কয়ারের পরিচালক অঞ্জন চৌধুরী জানান, যতদিন এই সংকট থাকবে, সরকারের পাশপাশি স্কয়ারও সমাজের শ্রমজীবি কর্মহীন এসব মানুষের পাশে থাকবে।
স্কয়ারের এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছে স্থানীয় স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারন মানুষ।
কোন মন্তব্য নেই