চতুর্থ পর্যায় উপবরাদ্দঃ ঈশ্বরদী পৌরসভা ও ৭ ইউপি পেল চাল,নগদ টাকা, শিশু খাদ্য
ঈশ্বরদী উপজেলায়
চতুর্থ পর্যায়ে বিতরণের জন্য চাল,
নগদ টাকা এবং শিশু
খাদ্য উপবরাদ্দ প্রদান করেছে উপজেলা প্রশাসন। চতুর্থবারের উপবরাদ্দ পূর্বের তিনদফা উপবরাদ্দের চেয়ে অনেক বেশি।
শনিবার
(১৮ এপ্রিল) ঈশ্বরদী উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে এ তথ্য দেয়া হয়। এ উপবরাদ্দ সুষ্ঠুভাবে বন্টনের জন্য
উপজেলা প্রশাসন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন। ঈশ্বরদী পৌরসভা চতুর্থ পর্যায়ের উপবরাদ্দ পেয়েছে
১০ মে.টন চাল, নগদ ৫০ হাজার টাকা ও ৬০ প্যাকেট
গুড়ো দুধ (প্রতি প্যাকেট ৪০০ গ্রাম)।
ইউনিয়ন পর্যায়ে
(পাঁচটি ইউনিয়ন) সলিমপুর, মুলাডুলি, দাশুড়িয়া, লক্ষ্মীকুন্ডা, পাকশী ইউনিয়নের প্রতিটির জন্য ৫
মে.টন চাল, নগদ ২৫ হাজার টাকা ও ৩০ প্যাকেট
গুড়ো দুধ (প্রতি প্যাকেট ৪০০ গ্রাম) উপবরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও সাহাপুর
ইউনিয়নের জন্য ৫.২২ মে.টন চাল,
নগদ ২৫ হাজার টাকা
ও ৩০ প্যাকেট গুড়ো দুধ (প্রতি প্যাকেট ৪০০ গ্রাম) ও সাড়া ইউনিয়নের
জন্য ৫ মে.টন চাল, নগদ ২৪২৮০/- টাকা ও ৩০ প্যাকেট গুড়ো
দুধ (প্রতি প্যাকেট ৪০০ গ্রাম) উপবরাদ্দ দেয়া হয়েছে। দলমত নির্বিশেষে
প্রকৃত উপকারভোগীদের ত্রান নিশ্চিত করতে প্রতি ইউনিয়নে ৪ জন করে ও পৌরসভায় ৯ জন ট্যাগ
অফিসার কাজ করছেন।
উল্লেখ্য, ইতিপূর্বে ঈশ্বরদী উপজেলার কর্মহীন
ও দরিদ্র মানুষদের মাঝে বিতরণের জন্য প্রথম পর্যায়ে ২০ মেট্রিক টন চাল ও এক লাখ নগদ টাকা এবং দ্বিতীয় দফায় গত ৫ এপ্রিল ২৮ মেট্রিক চাল ও ১১ এপ্রিল
তৃতীয় পর্যায়ে২০.৭২ মেট্রিক টন চাল উপবরাদ্দ দেয় সরকার।
কোন মন্তব্য নেই