২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত আরো ৪১৮ জনের; মারা গেছেন আরো ৫ জন
দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪১৬ জন করোনা রোগী। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৫,৪১৬ জন।
মারা গেছেন আরো ৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালো ১৪৫ জন। ২৪ ঘন্টায় হাসপাতালে থাকা আরো ৯জন রোগী সুস্থ হয়েছেন। এনিয়ে ১২২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
২৬ এপ্রিল দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
কোন মন্তব্য নেই