রেকর্ড শনাক্তে ১০ হাজারের পথে দেশের করোনা রোগীর সংখ্যা, প্রাণ গেল আরো ২ জনের

মহামারি করোনাভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড ৬৬৫ জন শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৯ হাজার ৪৫৫ জন। করোনাভাইরাস প্রাণ কেড়ে নিল আরো ২ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের।
এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মোট ১ হাজার ৬৩ জন রোগী আরোগ্য লাভ করে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
রবিবার (৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
কোন মন্তব্য নেই