লালপুরে আরো একজনের করোনা শনাক্ত; মেডিকেল স্টাফসহ মোট আক্রান্ত ২
লালপুর (নাটোর) প্রতিনিধি-
নাটোরের লালপুর উপজেলায় আরো এক জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে লালপুর উপজেলায় একজন মেডিকেল স্টাফসহ মোট ২জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্ত ব্যাক্তিকে আইসলিউশনে রাখা হয়েছে ও তার বাড়িটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (০৯ মে) দুপুর ২টায় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ‘গত ৩ মে তারিখে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নাটোর সিভিল সার্জনের নিকট পাঠানো হয়েছিল। আজ দুপুর ১টায় ঢাকা থেকে প্রেরিত এক মেইল বার্তায় ১৯জনের রিপোর্ট এসেছে যার মধ্যে ১৮ জনের নেগেটিভ ও এক জনের পজেটিভ। আক্রান্ত ব্যাক্তি একজন পুরুষ, তার বয়স (৩০) বছর।’
তিনি আরো জানান, ‘আজ শনিবার দুপুর পর্যন্ত লালপুর উপজেলায় নতুন ১৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জনের নিকট পাঠানো হয়েছে। এপর্যন্ত উপজেলায় মোট ১৪৩জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এর মধ্যে ৫৪জনের রিপোর্ট নেগেটিভ ও ২জনে পজেটিভ এসেছে। অবশিষ্ট ৮৭ জনের রিপোর্ট এখন পর্যন্ত পেন্ডিং আছে।’
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে আক্রান্ত ব্যাক্তিকে আইসোলেশনে পাঠানো হয়েছে ও তার বাড়িটি লকডাউন করা হয়েছে।
কোন মন্তব্য নেই