সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু, ভ্যাকসিন নেই ঈশ্বরদী হাসপাতালে
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ ঈশ্বরদীতে সাপের কামড়ে হোসেন (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে মাজদিয়া মাদ্রাসা পাড়ার মোর্শেদ আলমের ছেলে ও মাজদিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
গতকাল বুধবার গভীর রাতে ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় হোসেনকে বিষাক্ত সাপ দংশন করে। প্রথমে হোসেনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে ভ্যাকসিন নেই। পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলেন। পাবনা নেয়ার পথেই হোসেন মারা যায়।
মোর্শেদ আলম জানান, আমার দুই ছেলে হাসান ও হোসেন ঘুমিয়ে ছিল। রাতে হঠাৎ হাসানের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি হোসেনকে সাপে কামড় দিয়েছে। তাকে দ্রুত ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যাই কিন্তু হাসপাতালে সাপের ভ্যাকসিন না থাকায় পাবনায় নিয়ে যেতে বলেন। পাবনায় যাওয়ার পথেই হোসেনের মৃত্যু হয়েছে। ঈশ্বরদী হাসপাতালে ভ্যাকসিন থাকলে আমার ছেলেকে মরতে হতো না।
কোন মন্তব্য নেই