ঈশ্বরদী লাইট হাউস এর উদ্যোগে কর্মহীন হিজড়াদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ ঈশ্বরদী সাব ডিআইসি লাইট হাউস
কার্যালয়ে করোনা মহামারির প্রভাব মোকাবেলার
অংশ হিসেবে আইসিডিডি আর,বি সহযোগীতায় এবং জার্মান ডক্টরস এর আর্থিক সহযোগিতায় ৩০ জন দরিদ্র
ও কর্মহীন হিজড়া ও এম.এসডব্লিউদের মাঝে খাদ্যে সামগ্রী বিতরণ করা হয়।
আজ (সোমবার) ২২ জুন শহরের বিমানবন্দর সড়কে লাইট হাউজ কার্যালয়ে এসব খাদ্যে সামগ্রী বিতরণ করেন প্রোগ্রাম স্পেশালিষ্ট মোঃ ওমর ফারুক
আকন্দ। এসময় উপস্থিত ছিলেন পাবনা সাব ডিআইসি লাইট হাউসের ম্যানেজার কাজী জাকির হায়দারএবং
মেডিক্যাল এ্যাসিসটেন্ট এস কে আবু নাঈম।
স্বাগত বক্তব্য রাখতে গিয়ে লাইট হাউসের প্রোগ্রাম স্পেশালিষ্ট মোঃ ওমর ফারুক আকন্দ। বলেন, লাইট হাউস বাংলাদেশের গ্রামীন
ও শহরের দরিদ্র্য, প্রান্তিক ও উচ্চ ঝুকিপূর্ণ
জনগোষ্ঠির নারী ও পুরুষ যৌন কর্মী, হিজড়া, সংখ্যালঘু এবং আদিবাসী সহ অনান্য
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাজ করে আসছে। বর্তমানে সারা বিশ্বের মত বাংলাদেশও করোনা মহামারি মোকাবেলা করছে।
কর্মহীন হিজড়া ও এম.এডাব্লিউ
৩০জনের মাঝে প্রতি জনকে চাল-১২কেজি, আলু-৪ কেজি, মশুর ডাল-২কেজি, সোয়াবিন তেল-২ লিটার, লবণ-২ কেজি, পিঁয়াজ-২কেজি, খাদ্য সামগ্রী বিতরণ
করা হয়।
কোন মন্তব্য নেই