করোনামুক্ত হলেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম
তিনদিনেই করোনামুক্ত হয়েছেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম। পেশাগত কাজে বিভিন্ন স্থানে যাওয়ার জন্যে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছিল।
গত ১৩ জুন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করে জানান, পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বতমানে শারীরিক ভাবে সুস্থ আছেন।
আজ ১৬ জুন সিরাজগঞ্জের পিসিআর ল্যাবে টেস্টে পুলিশ সুপারের করোনা রিপোর্ট নেগেটিভ রেজাল্ট আসে। মঙ্গলবার রাত ৯টায় পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম নিজেই এই তথ্য নিশ্চিত করেন। তিনি আগে থেকেই শারীরিক ভাবে সুস্থ ছিলেন। মাত্র তিনদিনের মাথায় তিনি করোনা জয় করলেন।
কোন মন্তব্য নেই