সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটনের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক-
বর্ষীয়ান রাজনীতিক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য , ১৪ দলীয় জোটের মুখপাত্র, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কাযর্নির্বাহী সংসদের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন। তিনি মরহুম মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ শনিবার (১৩ জুন) বেসরকারি হাসপাতাল বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ নাসিম।
কোন মন্তব্য নেই