ঈশ্বরদী উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আনিসুন্নবী বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনিসুন্নবী বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের ১০ জুলাই ঢাকার শ্যামলী ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বর্ষিয়ান রাজনীতিবিদ আনিসুন্নবী বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলে পারিবারিকভাবে এতিমদের মাঝে খাবার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম আনিসুন্নবী বিশ্বাসের মেয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী ইতিহাস টুয়েন্টিফোরকে জানান, পরিবারের উদ্যোগে মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।
কোন মন্তব্য নেই