ঈশ্বরদীতে ইঞ্জিনচালিত ভ্যান থেকে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
ঈশ্বরদীতে হিয়া (১১) নামে এক শিশু শিক্ষার্থীর ইঞ্জিন চালিত ভ্যান থেকে পড়ে মৃত্যু হয়েছে। সে শহরের পিয়ারপুর এলাকার হাবুল ইসলামের মেয়ে ও পিয়ারাখালী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী।
আত্মীয় স্বজনরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এখানে তার অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এখানেও অবস্থার অবণতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ৯ টায় রাজশাহী যাবার পথে চারঘাটে হিয়ার মৃত্যু হয়।
হিয়ার মৃত্যু খবর ছড়িয়ে পরলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কোন মন্তব্য নেই