ঈশ্বরদীতে বিদ্যুৎ পৃষ্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৌরসভার সাবেক কাউন্সিলর মৃত আসাদুজ্জামান পিন্টুর ছেলে ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রহিতুজ্জামান রহিত ওরফে রনক (২০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১২ জুলাই) দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার পশ্চিম টেংরীতে এ ঘটনা ঘটে। রনক রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র।
স্থানীয়রা জানান, নিহত রনক দুপুরে তার নতুন বাড়ির পাশে একটি এলোমিনিয়ামের তারে ভেঁজা জামাকাপড় শুকানোর জন্য দিতে যায়। আর এতেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারায়। ওই তারের সাথে বিদ্যুতের সংযোগ ছিল এটি কারো জানা ছিল না।
রনককে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রনকের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কোন মন্তব্য নেই