ব্যাংক এশিয়ার কর্মকর্তার বাবার করোনায় মৃত্যু, ঈশ্বরদী শাখা বন্ধ
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
ব্যাংক এশিয়া ঈশ্বরদী শাখার এক কর্মকর্তার বাবা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় ব্যাংক সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার (৫ জুলাই) ব্যাংকের সামনে নোটিশ টাঙিয়ে দেয়া হয়। এতে বলা হয়েছে সফটওয়্যার আপডেটের জন্য ব্যাংক এশিয়া ৫ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। তবে ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেছেন, গত শনিবার এই ব্যাংকের এক কর্মকর্তার বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি করোনা আক্রান্ত বাবার সংস্পর্শে ছিলেন। এজন্য সতর্কতা অবলম্বনে ব্যাংক সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
ব্যাংক এশিয়া ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক শামসুল রহমান জানান, প্রধান কার্যালয়ের নির্দেশে আগামী ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে।সেই সঙ্গে শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় ব্যাংক টানা ৭ দিন বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।
কোন মন্তব্য নেই