ঈশ্বরদীতে বিদ্যুতের তারে জড়িয়ে তরুণের মৃত্যু
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
ঈশ্বরদীতে বিদ্যুতের তারে জড়িয়ে শিহাব (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সে লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের আসলাম হোসেন মালিথার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শিহাব নিজ বাড়িতে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় অসাবধানতাবশত তারের সাথে জড়িয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় শিহাবকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ সাকিব হোসেন জানান, রাত ৮.২০ মিনিটে শিহাবকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিহাবের মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
কোন মন্তব্য নেই