পাবনা-৪ উপ-নির্বাচনের ভোট বাতিলের দাবী করলেন বিএনপি প্রার্থী হাবিব
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদক-
পাবনা-৪ আসনের উপনির্বাচনের ভোট বর্জন করলেন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
আজ ভোট গ্রহণের দিন শনিবার ২৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
এসময় হাবিব অভিযোগ করে বলেন, তার নেতা-কর্মী- সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় ভয়ে কেউ ভোট কেন্দ্রে যেতে এবং বাড়িতে থাকতে পারছে না। মামলার কারনে পোলিং এজেন্ট ভোট কেন্দ্রে যেতে সাহস পায়নি। এই অবস্থায় ভাোট বর্জন নয়, এই বাতিল করে পুনঃনির্বাচনের দাবী জানাচ্ছি।
প্রসঙ্গত, আওয়ামী লীগের দুটি নির্বাচনী অফিস ভাংচুর ও গুলিবর্ষণের ঘটনায় ঈশ্বরদীর থানায় দুটি মামলা দায়ের হয়। মামলায় মোট ৫৬ জন নামীয় এবং ৪৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এছাড়াও আটঘরিয়াতে আরও ১টি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই