ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আব্দুস সালাম খান
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস এই তথ্য নিশ্চিত করেছেন। ৬ সেপ্টেম্বর আব্দুস সালাম খান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করবেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস স্বীয় পদ থেকে পদত্যাগ করলে সরকারের স্থানীয় সরকার বিভাগ এক পত্রে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শুণ্য ঘোষণা করে। পরবর্তীতে উপজেলা পরিষদের বিধিমালা ২০১০ এর বিধি ১৫ অনুযায়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ আব্দুস সালাম খানকে চেয়ারম্যানের সার্বিক দায়িত্ব ও ক্ষমতা প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত: জাতীয় সংসদের পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস আওয়ামী লীগের মনোনয়ন পাওযার পর তিনি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।
কোন মন্তব্য নেই