ঈশ্বরদীতে নৌকার ভোট প্রার্থনা ও গণসংযোগে পাবনা মহিলা লীগ নেতৃবৃন্দ
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের নৌকা প্রতীকে পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা নেমেছেন পাবনা জেলা মহিলা লীগের নেতৃবৃন্দ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঈশ্বরদী শহর, দাশুড়িয়া, সাহাপুর, পাকশীসহ বিভিন্ন এলাকায় নৌকার প্রচার ও গণসংযোগে অংশ নেন পাবনা জেলা মহিলা লীগের নেতৃবৃন্দ।
পাবনা জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখার নেতৃত্বে নৌকার ভোট প্রার্থনা ও গণসংযোগে অংশ নেন পাবনা জেলা মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিহার আফরোজ
জলি, শরিফা খাতুন, সাংগঠনিক সম্পাদক হেলেনা খাতুন, সাঈদা শবনম, পাবনা সদর উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার, পাবনা পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তার শিখা, সদর উপজেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক পাপিয়া খাতুন, মহিলা লীগ নেত্রী পারভীন আক্তার, লতা খাতুন ও রত্মা খাতুন প্রমূখ।
কোন মন্তব্য নেই