পাবনা-৪ আসনে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ৩ প্রার্থীর প্রতীক বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক, ইতিহাস টুয়েন্টিফোর-
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে তিন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
পাবনার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, বুধবার দুপুরে বুধবার জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে এই তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
পাবনায় সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখের কার্যালয়ে বুধবার প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে নৌকা, ধানের শীষ ও লাঙ্গল প্রতীক বরাদ্দ হয়।
এর আগে মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন যাচাই-বাছাই শেষে তাদের বৈধ ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস (নৌকা), বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ) এবং জাতীয় পার্টির রেজাউল করিম (লাঙ্গল)।
আগামী ২৬ সেপ্টেম্বর এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ২ এপ্রিল শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন শূন্য ঘোষণা করা হয়। এরপর ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার কথা থাকলেও মহামারীর কারণে তা সম্ভব হয়নি।
কোন মন্তব্য নেই