মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ঈশ্বরদীতে ওলামা পরিষদের বিক্ষোভ
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অবমাননা ও ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশের প্রতিবাদে ওলামা পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যাগে ফ্রান্সবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) জুম্মার নামাজের পর ঈশ্বরদী শহরের আমবাগান মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কলেজ রোড, চাঁদ আলী, স্টেশন রোড প্রদক্ষিণ করে রেলগেট গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভায় ওলামা পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মানবতার মুক্তির দূত, শান্তির প্রতীক, মহানবী (সা.)-কে নিয়ে যে ঘৃণ্য কাজ করা হয়েছে, তাতে বিশ্বের মুসলমানরা চরমভাবে ব্যাথিত। আমরা মুসলিমরা নবীর সম্মান ও মযাদা রক্ষার জীবন দিতে সর্বদা প্রস্তুত আছি। এসময় বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জন করার ঘোষণা দেন।বিক্ষোভ মিছিল চলাকালে শহরের প্রধান সড়ক ও সমাবেশস্থল রেলগেটে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।
কোন মন্তব্য নেই