‘জেমস বন্ড’খ্যাত অস্কারজয়ী হলিউড অভিনেতা শন কনারি আর নেই
ইতিহাস টুয়েন্টিফোর ডেস্কঃ
২০২০ সালে চলচ্চিত্র দুনিয়ায় আরও এক নক্ষত্রপতন। মারা গেলেন হলিউডের প্রথম ‘জেমস বন্ড’খ্যাত অস্কারজয়ী স্কটিশ অভিনেতা স্যার শন কনারি। তার বয়স হয়েছিল ৯০ বছর।
স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র বাহামার রাজধানী নাসাউতে নিজের আবাসস্থলে মারা যান তিনি। তার ছেলে জ্যাসন কনারির বরাত দিয়ে শনিবার (৩১ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।
‘জেমস বন্ড’ সিরিজের সাতটি চলচ্চিত্রে অভিনয় করা শন কনারি কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। গত আগস্টেই নিজের জন্মদিনে উদযাপন করেছিলেন তিনি।
জ্যাসন কনারি জানান, স্যার শন কনারি কিছুদিন ধরে অসুস্থতায় ভোগার পর বাহামায় মারা গেছেন। এসময় তার আশপাশে পরিবারের সদস্যরাও ছিলেন।
কোন মন্তব্য নেই