ঈশ্বরদীর পূজা মন্ডপগুলোতে মা দুর্গার কাছে করোনা মহামারী থেকে মুক্তির আকুতি
অপুর্ব চৌধুরী/ইতিহাস টুয়েন্টিফোর-
মহামারী করোনাভাইরাস পাল্টে দিয়েছে সবকিছু। করোনা মহামারীর কারণে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় ‘দুর্গোৎসব’কে ‘দুর্গাপূজা’ হিসেবে অভিহিত করা হয়েছে অর্থাৎ এবার কোন উৎসব হবে না, হবে শুধু পূজা।
সেই প্রক্ষাপটে ঈশ্বরদীতে প্রায় অনাড়ম্বরেই হচ্ছে শারদীয় দুর্গাপুজা। মন্দিরে মন্দিরে পূজার মন্ত্রোচ্চারণ, ধূপ-ধুনোয় ভক্তদের আরতি, ঢাক-ঢোল, কাঁসর-মন্দিরার পাশাপাশি বর্ণাঢ্য আলোকচ্ছটা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তেমন একটা উদ্ভাসিত হতে পারেনি ঈশ্বরদী পূজামণ্ডপগুলো
২৩ অক্টোবর মহাসপ্তমীর সারাদিন টানা বৃষ্টি হয়েছে। এতে মানুষের সমাগম খুব একটা চোখে পড়েনি। এছাড়া করোনার কারণে বেধে দেয়া বিধি নিষেধ মেনে মন্দিরগুলো প্রায় রাত ৯টা থেকে ১০তার মধ্যেই বন্ধ করা হচ্ছে। নেই কোনো উৎসব, পূজা ছাড়া নেই কোনো বাড়তি আয়োজনও।
সরেজমিন ঘুরে দেখা যায়, অধিকাংশ পূজামন্ডপের মূল ফটকে প্রাধান্য পাচ্ছে করোনা মহামারী থেকে মুক্তির আকুতি। পূজা মন্ডপে কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, মা দুর্গার কাছে তাদের একটাই প্রার্থনা করোনা দূর হয়ে যাক, মানুষ সুস্থ জীবন ফিরে পাক।
কোন মন্তব্য নেই