ঈশ্বরদীতে জাল দলিল রেজিষ্ট্রি করতে গিয়ে দু’জন গ্রেফতার
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
ঈশ্বরদীতে ভূয়া দাতা সাজিয়ে জাল দলিল করতে গিয়ে আশরাফ আলী ও ডিলু প্রামানিক নামের দু্ই প্রতারককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঈশ্বরদী সাব-রেজিষ্ট্রি অফিসে ভূয়া দলিল করার সময় তাদের সন্দেহ হলে সাব-রেজিষ্টিার রাফায়েল ফাতেমি তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটক জমির ক্রেতা ডিলু প্রামানিক ঈশ্বরদীর চরগড়গড়ি ও ভূয়া দাতা আশরাফ আলী কুষ্টিয়া জেলার কুমার খালীর চকসাদিপুর গ্রামের বাসিন্দা।
সাব-রেজিষ্টিার রাফায়েল ফাতেমি জানান,দলিল লেখক সাইদ ভুয়া দাতা সাজিয়ে ৪ লাখ ১১ হাজার টাকার জাল দলিল লিখে রেজিষ্ট্রি করতে গেলে ধরা পড়ে। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে পুলিশে সোপর্দ করা হয়।এ ঘটনার পর দলিল লেখক সাঈদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কোন মন্তব্য নেই