ঈশ্বরদী সরকারি কলেজের ছয়তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
ঈশ্বরদী সরকারি কলেজের ছয় তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১0টায় ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ ড. জাকিরুল হকের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম মিন্টু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী সরকারি কলেজের স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক মূরালী মোহন দাস, স্থানীয় বাসিন্দা ক্যাপ্টন (অবঃ) গোলাম মোস্তফা মজনু, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মুরাদ মালিথা, কাউন্সিরর আমিনুর রহমান, কাউন্সিলর রহিমা খাতুন, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান বিশ্বাস দোলন, যুবলীগ নেতা মোশাররফ হোসেন নয়ন প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশ্বরদী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক খন্দকার সিরাজুল ইসলাম মুরাদ।
কোন মন্তব্য নেই