ঈশ্বরদীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ শুরু
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
ঈশ্বরদীতে ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তি অস্ত্রবিহীন ভিডিপির ২০২০-২০২১ অর্থ বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ঈশ্বরদীর মানিকনগর আনসার মাঠে প্রশিক্ষণের উদ্বোধন করেন আনসার-ভিডিপির পাবনা জেলা কমান্ডার শফিকুল ইসলাম।
৯ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে ৬৪ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য অংশ নেন। এদের মধ্যে ৩২জন পুরুষ ও ৩২ জন নারী সদস্য।
প্রশিক্ষণ কাযক্রম পরিদর্শন করেন আনসার ও ভিডিপির ঈশ্বরদী উপজেলা কমান্ডার আলী আহমেদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার বজলুর রহমান প্রমূখ।
করোনা মহামারীর কারণে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানান প্রশিক্ষণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
কোন মন্তব্য নেই