ঈশ্বরদীতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
ইতিহাস টুয়েন্টিফোর প্রতিবেদকঃ
শহীদ বুদ্ধিজীবী দিবসে ঈশ্বরদী প্রেসক্লাব সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।
সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমু্ক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের পক্ষ থেকে বৃদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ঈশ্বরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু,পাবনা জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী থানার(ওসি)তদন্ত অরবিন্দ সরকার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীরমুক্তিযোদ্ধা তহুরুল মোল্লা, বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী শিক্ষক সমিতির সভাপতি জমসেদ আলী সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি প্রমূখ।
কোন মন্তব্য নেই